আন্দামান সাগরে উদ্বাস্তুদের উদ্ধারের আহ্বান জাতিসংঘের

author-image
Harmeet
New Update
আন্দামান সাগরে উদ্বাস্তুদের উদ্ধারের আহ্বান জাতিসংঘের

নিজস্ব সংবাদদাতাঃ  শুক্রবার জাতিসংঘ দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন প্রায় ১৯০ জন মরিয়া উদ্বাস্তুদের উদ্ধার করে। যারা আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে সমুদ্রে ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে।








প্রায় ১৯০ জন মানুষ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে নিজেদের শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। তাদের জরুরি ভিত্তিতে উদ্ধার করা না হলে পর্যাপ্ত খাবার ও জলের অভাবে তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। প্রাণরক্ষা করাকেই  অগ্রাধিকার দেওয়া উচিত বলে জানান, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এশিয়া-প্যাসিফিক।