আবাস লিস্টে নাম ওঠানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা লুঠের অভিযোগ

author-image
Harmeet
New Update
আবাস লিস্টে নাম ওঠানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা লুঠের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : মিথ্যা বলে টাকা নিয়ে আবাস যোজনার বাড়ি, শৌচাগার তৈরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি, ধরা পড়ে গাছে বেঁধে বেধড়ক মার গ্রামবাসীদের। অভিযুক্তকে উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ।পূর্ব মেদিনীপুরের উত্তর মির্জাপুর গ্রামে এক ব্যক্তিকে ধরে গাছে বেঁধে বেধড়ক মারধর করল গ্রামবাসীরা। মারধরের কারণ জানতে চাওয়ায় গ্রামবাসীদের অভিযোগ, উক্ত ব্যক্তি আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিত, শুধু বাড়ি নয় শৌচাগার প্রভৃতি তৈরিতেও লিস্টে নাম আসার প্রতিশ্রুতি দিয়ে টাকা লুঠতো।

 অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্ত ব্যক্তি জানান, তিনি এসেছিলেন শৌচাগারের ১০০০ টাকা ফেরত দিতে। বেধড়ক মারধরের পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে। পুলিশের গাড়িতে ওঠার পরেই কার্যত মুখে কুলুপ ওই ধৃত ব্যক্তির। কোন পঞ্চায়েত সদস্যের সহায়তায় বাড়ি পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখতো এই ধৃত ব্যক্তি তা সম্পূর্ণ অস্বীকার করেন। গ্রামবাসীরা আরো অভিযোগ করেন, শুধুমাত্র টাকা নয়, টাকার বদলে গয়না দিয়েও সর্বশান্ত হয়েছেন বহু মানুষ। গ্রেফতার করার পরে জিজ্ঞাসা করার জন্য তাকে পুলিশ স্থানীয় থানায় নিয়ে যায়।