আবাস দুর্নীতির মাঝে বড় ঘোষণা শুভেন্দুর

author-image
Harmeet
New Update
আবাস দুর্নীতির মাঝে বড় ঘোষণা শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার ৬ দিনের মাথায় নদীয়ায় মতুয়া গড়ে সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসকদলকে নিশানা করেন তিনি। বলেন, '৯৫২ জনের চাকরি গেছে, সবে শুরু। আগামী কয়েক সপ্তাহে আরো চাকরি যাবে।' ৫৮ হাজার চাকরি জালিয়াতির অভিযোগ আনেন তৃণমূলের বিরুদ্ধে। বলেন, 'ভোট লুঠ করে ২০১৮-য় পঞ্চায়েত ভোটে জিতেছে তৃণমূল।চোরগুলো বাংলার বেকারদের বঞ্চিত করে চাকরি চুরি করেছে।'





এদিন নাম না করে অভিষেককে ডাকাত বলে কটাক্ষ করেন বিজেপি নেতা। তিনি সুর চড়িয়ে আরো বলেন, '১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ লক্ষের বেশি ভুয়ো ভোটার কার্ড বেরিয়েছে।৩১ ডিসেম্বর পর্যন্ত সংখ্যাটা ১০ লক্ষ পেরিয়ে যাবে।' চারিদিকে যখন আবাস দুর্নীতির ছবি ধরা পড়ছে, তখন  রাজ্যের বিরোধী দলনেতা প্রতিশ্রুতি দিয়ে বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতলে যোগ্যদের আবাস যোজনায় ঘর দেওয়া হবে।'