নতুন বছরে দাম কমছে ১২৯টি ওষুধের

author-image
Harmeet
New Update
নতুন বছরে দাম কমছে ১২৯টি ওষুধের

নিজস্ব সংবাদদাতা: ফের কমতে চলছে ওষুধের দাম। মোট ১২৯টি ওষুধের দাম কমানো হয়েছে। এই নিয়ে চলতি বছরে পঞ্চমবার ওষুধের দাম কমানো হল। 




একদিকে যেমন প্যারাসিটামলের দাম কমেছে, তেমনই মন্টেলুকাস্ট ও মেটমরফিনের মতো একাধিক ওষুধের দাম বাড়ানো হয়েছে। তালিকায় রয়েছে প্যারাসিটামল থেকে শুরু করে হৃদরোগ-ডায়াবিটিস-ক্যানসার-অ্যালার্জির ওষুধ। তবে নতুন দাম কার্যকর হবে নতুন বছরে।