​নিজস্ব সংবাদদাতাঃ দেশে ফিরেছেন টোকিও অলিম্পিকে রূপো জয়ী ভারতীয় কুস্তিগির রবি দাহিয়া। দেশে ফিরে প্রথম সাক্ষাৎকারেই রবি জানান, "মানুষের কাছ থেকে এতো ভালোবাসা পেয়েছি, এরপর আমায় আরও এগিয়ে যেতে হবে। দেশের জন্যে সোনা আমি জিতবোই। আমি অনুরোধ করবো সবার কাছে, তারা যেন দেশের জন্যে আরও বেশি সোনা জিতে আনতে পারেন।"