নিজস্ব সংবাদদাতা : নিউ জলপাইগুড়িতে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতারকাণ্ডে সামনে এল নতুন তথ্য। জানা গিয়েছে, ধৃত বিহারের বাসিন্দা প্রথমে নয়ডাতে কাজ করত। লকডাউনে বিহারে ফিরে যায় সে। তারপর পর্ন সাইটের মধ্যেই অনেকের সঙ্গে আলাপ জমিয়ে গড়ে তোলে হোয়াটসঅ্যাপ গ্রুপ। পরে উত্তর-পূর্ব ভারতে সেনার গতিবিধি জানার জন্য কাজ করত।অ্যাপের মাধ্যমে টাকা ঢুকত অভিযুক্তর অ্যাকাউন্টে। টোটোচালক সেজে ঘুরে তথ্য সংগ্রহ করত অভিযুক্ত। তার বাড়িতে বেশ কিছু সিমকার্ড পাওয়া গিয়েছে বলে খবর।