চেলসিতেই থাকতে চান জর্গিনহো

author-image
Harmeet
New Update
চেলসিতেই থাকতে চান জর্গিনহো

নিজস্ব সংবাদদাতাঃ জর্গিনহো জানিয়ে দিয়েছেন যে তিনি প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতেই থাকতে চান। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন যে তিনি এখন তার ভবিষ্যত নিয়ে ভাবছেন না যদিও জানুয়ারিতে চেলসির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। ২০১৮ সালে আসার পর ৩১ বছর বয়সী ইতালীয় খেলোয়াড় পশ্চিম লন্ডন দলের সাথে তার পঞ্চম অভিযানে খেলছেন। তিনি ২০৭ টি ম্যাচে নয়টি এসিস্ট সহ ২৯ টি গোল করেছেন।