রুশবিরোধী যুদ্ধে ইউক্রেনকে নতুন যেসব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

author-image
Harmeet
New Update
রুশবিরোধী যুদ্ধে ইউক্রেনকে নতুন যেসব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব সংবাদদাতাঃ চলতি সপ্তাহে ইউক্রেনকে ১.৮৫ বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরুর পর ইউক্রেনকে দেওয়া মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার পরিমাণ ২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। হোয়াইট হাউসে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ ইউক্রেনের প্রতিটি পদক্ষেপে সঙ্গে রয়েছে। যত দিন প্রয়োজন তত দিন পাশে থাকবে। বুধবার ইউক্রেনের জন্য ঘোষিত নতুন সামরিক সহযোগিতায় যেসব অস্ত্র রয়েছে সেগুলো হল- এমআইএম-১০৪ প্যাট্রিয়ট,  জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন্স (জেডিএএমএস), হিমার্স ও এক্সক্যালিবার, এজিএম-৮৮ এইচএআরএম তেজস্ক্রিয়তা বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, কুগার ও হাম্বি।