রাহুল পাসওয়ান, পশ্চিম বর্ধমানঃ বিশ্ব আদিবাসী দিবস ২০২১ উদ্যোগ অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন ভিবাগ পশ্চিম বঙ্গ সরকার এদিন এই বিশ্ব আদিবাসী দিবস সালানপুর পঞ্চায়েত সমিতির দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের বাথান বাড়ি প্রাইমারি স্কুলের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। একই সাথে আদিবাসী সম্প্রদায় ও অনগ্রসর সের্নির কীর্তি মানুষদের সংবর্ধনা ও বিভিন্ন সরকারি পরিষেবা প্ৰদান করা হয়। উপস্থিত জেলাশাসক পশ্চিমবর্ধমান বিভু গোয়েল,সভাপতি পশ্চিম বর্ধমান জেলা পরিষদ সুভূদ্রা বাউরি ,বিধায়ক দুর্গাপুর পূর্ব প্রদীপ মজুমদার এবং বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় সহ আরও অন্যানরা।