Taliban Bans University for Women: তালিবানের সিদ্ধান্তে আশঙ্কার মেঘ, বলল রাষ্ট্রসংঘ

author-image
Harmeet
New Update
Taliban Bans University for Women: তালিবানের সিদ্ধান্তে আশঙ্কার মেঘ, বলল রাষ্ট্রসংঘ

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ববিদ্যালয়স্তরে আর পড়াশোনা করতে পারবেন না আফগান মহিলারা। আফগানিস্তানের তালিবান সরকারের তরফে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়স্তরে আফগান মহিলাদের পড়াশোনা বন্ধের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল মার্কিন যুক্তরাষ্ট্র। তালিবান সরকারের এই সিদ্ধান্ত মানবাধিকার লঙ্ঘন করছে। ব্যক্তি স্বাধীনতাতেও হস্তক্ষেপ করছে বলে সুর চড়ানো হয় হোয়াইট হাউসের তরফে। আমেরিকার পাশাপাশি রাষ্ট্রসংঘের তরফেও তালিবান সরকারের তীব্র বিরোধিতা করা হয়। রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটারি আন্তোনিও গুতেরেস বলেন, "বিশ্ববিদ্যালয়স্তরে মহিলাদের শিক্ষা বন্ধ করে ব্যক্তি স্বাধানীতায় হস্তক্ষেপ করছে তালিবান।"  সেই সঙ্গে আফগানিস্তানের ভবিষ্যতের সঙ্গেও ছিনিমিনি খেলা হচ্ছে বলে অভিযোগ করেন রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটারি।