/anm-bengali/media/post_banners/aOZIqv4bghu7Y2wKARsE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আদিবাসী সম্প্রদায় নিয়ে এবার প্রকাশ্যে দ্বন্দ্বে জড়াল তৃণমূল ও বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি শিলং সফরে গিয়েছিলেন, যেখানে তাকে ঐতিহ্যবাহী খাসি পোশাকে দেখা যায়। আর এবার এই নিয়েই প্রাক্তন ক্রিকেটার এবং তৃণমূল নেতা কীর্তি আজাদ প্রধানমন্ত্রী মোদীর পোশাক নিয়ে একটি পোস্ট করেছেন এবং মন্তব্য করেছেন যে এই উপলক্ষে তিনি যা পরেছিলেন তা একটি মহিলার পোশাক ছিল। আজাদের এই মন্তব্যকে মেঘালয়ের সংস্কৃতির অপমান বলে মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেইসঙ্গে তৃণমূলকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি টুইট করেন, 'টিএমসি কেন আমাদের উপজাতীয় ভাই ও বোনদের অসম্মান করতে বদ্ধপরিকর? তৃণমূলের মন্ত্রী অখিল গিরি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন এবং এখন আরেকজন আমাদের প্রধানমন্ত্রীকে উপহাস করার জন্য উপজাতীয় পোশাকের অপব্যবহার করছেন। তারা কেন আদিবাসীদের অপমান করছে? কেন এত ঘৃণা?'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us