অস্কারের দৌড়ে কান্তারা

author-image
Harmeet
New Update
অস্কারের দৌড়ে কান্তারা

নিজস্ব সংবাদদাতা: বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে ঋষভ শেট্টির ছবি কান্তারা। এবার শোনা যাচ্ছে, অস্কারের দৌড়েও শামিল হবে এই দক্ষিণী ছবি। হোমবেল প্রোডাকশনের তরফে জানানো হয়েছে, তারা অস্কারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইছে। ওই প্রযোজনা সংস্থার কর্ণধার বিজয় কিরগান্দুর জানিয়েছেন, তাঁরা অস্কারের দৌড়ে শামিল হওয়ার জন্য অফিসিয়াল কাগজপত্র সই করা হয়েছিল। তাঁর কথায়, "আমরা অস্কারে কান্তারা ছবির জন্য আবেদনপত্র জমা দিয়েছি। এখন আমরা চূড়ান্ত নমিনেশন আসার অপেক্ষা করছি। আমরা বিষয়টি নিয়ে আশাবাদী।" বিজয়ের সংযোজন, "কান্টারার গল্পের শিকড় অনেকদূর বিস্তৃত। এই গল্প বিশ্বের দরবারে পৌঁছে যাওয়া উচিত।"