আরজি কর কাণ্ডে নতুন মোড়, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি দেবাংশু বসাক
কামিয়ানস্কেতে রুশ হামলায় নিহত ১, আহত ৮ — ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মৃতদেহ
ইভানো-ফ্রাঙ্কিভস্কে অফিসে চার্জিং স্টেশন বিস্ফোরণ — আহত দুই, ৪০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে
সুমি অঞ্চলে দখলদার বাহিনীর হামলায় বেসামরিক গাড়ি বিধ্বস্ত
রুশ ড্রোন হামলায় দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চল কাঁপল — আহত চার, ভবন ক্ষতিগ্রস্ত
তাংধারে অগ্নিকাণ্ড রুখল সেনাবাহিনী — বিপর্যয় থেকে বাঁচল গোটা গ্রাম
অন্ধ্রপ্রদেশের সরকারি স্কুলের ৫২ শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু
ঝাড়খণ্ডের ডি‌জিপি অনুরাগ গুপ্তার স্বেচ্ছা অবসরের আবেদন গৃহীত
বালি পাচার কাণ্ডে প্রথম গ্রেপ্তার, ইডির জালে ব্যবসায়ী

আবারও পাক ড্রোনকে গুলি করে না‌মাল বিএসএফ

author-image
Harmeet
New Update
আবারও পাক ড্রোনকে গুলি করে না‌মাল বিএসএফ

নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার বেশ কয়েকদিন ধরেই পাঞ্জাবে পাক ড্রোনের আনাগোনা বেড়েছে। যদিও এই নিয়ে তৎপর সীমান্তে মোতায়েন থাকা বিএসএফ জওয়ানরা।  ​


বৃহস্পতিবার বিএসএফের তরফে জানানো হয়েছে, গত ২১ শে ডিসেম্বর রাত ৮ টার দিকে, বিএসএফ জওয়ানরা বিওপি হরভজন, ১০১ বিএন, ফিরোজপুর সেক্টরে পাকিস্তান থেকে ড্রোন অনুপ্রবেশের বিষয়টি সনাক্ত করে, যার পরে তারা এটির উপর প্রচুর গুলি চালায়। 




 এরপর এদিন সকালে, বিএসএফ জওয়ানরা ফার্ম ৩-এ ড্রোনটি উদ্ধার করেছে। আরও অনুসন্ধানের কাজ চলছে।