New Update
/anm-bengali/media/post_banners/i7NdEhjrohK8AgOnl8rp.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্র-কর্ণাটক সীমান্ত বিবাদের মাঝেই তড়িঘড়ি দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। জানা গিয়েছে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই দলের হাইকমান্ডের সাথে দেখা করতে সোমবার দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কে এস ঈশ্বরাপ্পা এবং রমেশ জারকিহোলি অধিবেশন এড়িয়ে গিয়ে রাজ্য নেতৃত্বকে আক্রমণ করার পরে রাজ্য বিজেপির মধ্যে দ্বন্দ্ব এবং ফাটলের মধ্যে এই খবর শোনা যাচ্ছে। শুধু তাই নয় মন্ত্রিসভার রদবদলও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us