ব্রেকফাস্ট না করলেই বাড়বে ওজন

author-image
Harmeet
New Update
ব্রেকফাস্ট না করলেই বাড়বে ওজন

নিজস্ব সংবাদদাতাঃ  এই ধারণাও রয়েছে যে ব্রেকফাস্ট না করলে নাকি বেশি তাড়াতাড়ি ওজন কমে। জানিয়ে রাখা ভাল যে এই ধারণাটি ভিত্তিহীন। কারণ, প্রাতরাশ না করলে ওজন তো কমেই না, উল্টে পেশি ভাঙতে শুরু করে, আর সেই জায়গায় ফ্যাট জমে।  কী কী খেতে হবে ব্রেকফাস্টে? কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। তাতে কী উপকার? এই তিনটি উপাদানই বহুক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে মিনিটে মিনিটে মুখ চালাতে মন চায় না, যে কারণে স্বাভাবিকভাবেই শরীরে কম পরিমাণ ক্যালরির প্রবেশের কারণে ওজম কমতে শুরু করে।







ব্রেকফাস্ট না করলেই খেল খতম! | দিনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মিল হল  ব্রেকফাস্ট। এমনটা কেন জানেন? - Bengali BoldSky