অ্যালেন পার্কে বড়দিনের অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

author-image
Harmeet
New Update
অ্যালেন পার্কে বড়দিনের অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : অপেক্ষা মাত্র তিনদিনের। তারপরেই বড়দিন। যীশু পুজোয় মাতবে সকলে। তার আগে জোর কদমে চলছে প্রস্তুতি। সেজে উঠছে পার্কস্ট্রিট ও বোব্যারাক। এছাড়াও সহর থেকে জেলার চার্চগুলিও সেজে উঠছে ক্রিসমাস ট্রি, সান্টাক্লজ ও আলোর রোশনাইতে।বুধবার অ্যালেন পার্কে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন জ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং মেয়র ফিরহাদ হাকিম। এদিন খুদেদের হাত ধরে সুসজ্জিত অ্যালেন পার্ক ঘুরে দেখেন মমতা। তারপরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিন বড়দিনের উ‍ৎসব মঞ্চ থেকে ঐক্যের বার্তা দেন মমতা। বলেন, "আজকের দিনে এসে আমার ভাল লাগছে। সবাইকে বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানাই। শান্তি পৃথিবীতে থাকা উচিত। সব ধর্মের সকলকে নিয়ে আমরা চলি৷ আমরা একতা নিয়ে চলি। বাংলা আমাদের গর্ব। বারো মাসে তেরো পার্বণ লেগে আছে। "

জেলায় জেলায় বড়দিনের সেলিব্রেশনের কথা বলেন। এবার ক্রিসমাসের সাজে সেজে উঠছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, চন্দননগর এবং বারুইপুর।মুখ্যমন্ত্রী বলেন, "২৫ ডিসেম্বর সবাই হেঁটে দেখুন। এখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। সব বড় বড় শিল্পীরা আসবেন৷ এখানে তাঁরা গান গাইবেন। সবাই ভাল করে কেক খান। যে যে পারবেন চার্চে যান।"