কাঁথির সভা থেকে কাটমানিমুক্ত বাংলার ডাক শুভেন্দুর

author-image
Harmeet
New Update
কাঁথির সভা থেকে কাটমানিমুক্ত বাংলার ডাক  শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতাঃ কাঁথির সভা থেকে কাটমানিমুক্ত বাংলার ডাক শুভেন্দুর।  পঞ্চায়েতে বিজেপি জিতলে  আবাস যোজনায় বাড়ি পাবেন বঞ্চিতরা আশ্বাস দিলেন বিরোধী দলনেতা   শুভেন্দু অধিকারী। তিনি আর বলেন, 'উত্তরপ্রদেশের মত বাংলাতেও চলবে বুলডোজার। '