নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যের বড় অংশ বুধবার সকালে ঘন কুয়াশায় ঢেকে যায়। যার ফলে বিলম্ব হয় ট্রেন এবং বিমান চলাচল। অমৃতসর (পাঞ্জাব), হিসার (হরিয়ানা), শ্রীগঙ্গানগর (রাজস্থান), পান্তনগর (উত্তরাখণ্ড) ছাড়াও উত্তর প্রদেশের বরেলি, বাহরাইচ এবং গোরক্ষপুরে সকাল সাড়ে ৮টার দিকে দৃশ্যমানতা ২৫ মিটার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।