টেস্টে এশিয়া ট্যুরে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করতে মরিয়া স্টিভ ও’কিফ

author-image
Harmeet
New Update
টেস্টে এশিয়া ট্যুরে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করতে মরিয়া স্টিভ ও’কিফ

নিজস্ব সংবাদদাতাঃ পরের বছর এশিয়ান দেশ গুলিরে সঙ্গে ২২ গজের যুদ্ধে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া। এশিয়ান দেশ গুলির সঙ্গে অষ্টম টেস্ট সফরে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই টেস্ট সফরে অস্ট্রেলিয়ার জয় সুনিশ্চিত করতে বিশেষ পরামর্শ দিলেন বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফ। তিনি জানিয়েছেন, এশিয়ান দেশ গুলির বিরুদ্ধে অস্ট্রেলিয়ান দলে সেরা একাদশে কমপক্ষে ৩ জন স্পিনার রাখতে হবে। তাহলেই ২২ গজের যুদ্ধে জয় আসা সম্ভব অস্ট্রেলিয়ার। উল্লেখ্য, গতবছর এপ্রিল মাসে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন স্টিভ ও’কিফ।