নিজস্ব সংবাদদাতাঃ সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই তালেবানের (টিটিপি) সদস্যদের হাতে জিম্মি নিরাপত্তা কর্মকর্তাদের মুক্ত করতে অভিযান চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। অভিযানে ৩৩ টিটিপি সন্ত্রাসী নিহত হয়েছে। টিটিপির সদস্যদের হাতে পুলিশ সদস্যরা জিম্মির পর অঞ্চলটির শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। একইসঙ্গে স্থগিত রাখা হয় মোবাইল নেটওয়ার্ক। এছাড়া হাসপাতালগুলোতে রাখা হয় সর্বোচ্চ সতর্কতা। সূত্রে খবর, থানায় হামলার তৃতীয় দিনে জিম্মি পুলিশ সদস্যদের উদ্ধারে মঙ্গলবার অভিযান শুরু করে পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ বাহিনী স্পেশাল সার্ভিসেস গ্রুপ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, অভিযানে বাহিনীর দুজন সদস্য নিহত হয়েছেন।