করোনায় মৃত্যু বাড়ছে হু হু করে, সংখ্যা লুকোচ্ছে চিন, উদ্বেগ আমেরিকার

author-image
Harmeet
New Update
করোনায় মৃত্যু বাড়ছে হু হু করে, সংখ্যা লুকোচ্ছে চিন, উদ্বেগ আমেরিকার

নিজস্ব সংবাদদাতাঃ দিনের পর দিন ধরে হু হু করে ছড়াচ্ছে করোনা। চিনে যেভাবে কোভিড ছড়াচ্ছে, তা গোটা বিশ্বের কাছে আতঙ্কের। চিনে যেভাবে কোভিড ছড়াচ্ছে, তা যে কোনও মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে এবার আশঙ্কা প্রকাশ করা হল মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। সম্প্রতি ওয়াশিংটনের তরফে চিনের কোভিড পরিস্থিতি নিয়ে বিবৃতি প্রকাশ করা হয়। যে বিবৃতিতে জানানো হয়, চিনে যেভাবে আবার নতুন করে কোভিড ছড়াচ্ছে, সেই ভাইরাস মিউটেশনে সক্ষম। ফলে কোভিড ভাইরাসের মিউটেশন যদি আবার নতুন করে শুরু হয়, তাহলে তা বিশ্বের কাছে আতঙ্কের। প্রসঙ্গত চিনে জিরো কোভিড পলিসি নিয়ে প্রতিবাদ, আন্দোলন শুরু হয়। করোনা সংক্রমণ বাড়লেও যাতে জিরো কোভিড পলিসি এবং লকডাউন শুরু না হয়, সে বিষয়ে প্রতিবাদে নামেন সাধারণ মানুষ। তীব্র প্রতিবাদ, আন্দোলনের মাঝে শেষ পর্যন্ত চিনা প্রশাসনের তরফে লকডাউনের সিদ্ধান্ত বাতিল করা হয়। ফলে লকডাউন এবং জিরো কোভিড পলিসিতে হ্রাস টানায়, ফের নতুন করে কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে খবর।



জানা যাচ্ছে, চিনে নতুন করে কোভিড সংক্রমণ শুরু হলে, তার জেরে যে মৃত্যু হয়েছে, সেই সংখ্যা লুকোতে শুরু করেছে প্রশাসন। ফলে বর্তমানে চিনে যে হারে কোভিডের জেরে মৃত্যু হচ্ছে, সেই সংখ্যা প্রশাসন লুকোতে শুরু করেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, সোমবার গণহারে মৃতদেহের সৎকার করতে বেজিংয়ের শ্মশানে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। বেজিং শ্মশানে যাতে সাংবাদিকরা কোনওভাবে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে। ফলে করোনার জেরে চিনের পরিস্থিতি যে নতুন করে বিগড়োতে শুরু করেছে, তা কার্যত স্পষ্ট গোটা বিশ্বের কাছে।