জাপানকে সতর্ক করলো উত্তর কোরিয়া

author-image
Harmeet
New Update
জাপানকে সতর্ক করলো উত্তর কোরিয়া

নিজস্ব সংবাদদাতাঃ জাপানের নতুন নিরাপত্তা কৌশলের নিন্দা জানিয়ে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সতর্কবার্তা উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। জানা গিয়েছে, জাপানের নতুন নিরাপত্তা কৌশলকে আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের মৌলিক পরিবর্তন হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। একইসঙ্গে দেশটি সতর্ক করেছে যে, জাপানের পদক্ষেপ কতটা ‘ভুল ও বিপজ্জনক’ অনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে সেটি দেখিয়ে দেবে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, 'জাপান একটি নতুন নিরাপত্তা কৌশল গ্রহণ করে কোরীয় উপদ্বীপে এবং পূর্ব এশিয়া অঞ্চলে একটি গুরুতর নিরাপত্তা সংকট নিয়ে আসছে।' তিনি বলেন, "টোকিওর নতুন নীতির ফলে এই অঞ্চলের নিরাপত্তা পরিবেশ মৌলিকভাবে বদলে গেছে। তাদের এমন পদক্ষেপ জাতিসংঘের সনদের লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তির জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ।"