ক্রিসমাসে চলবে বেশি মেট্রো

author-image
Harmeet
New Update
ক্রিসমাসে চলবে বেশি মেট্রো

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৫ ডিসেম্ববেশিক্ষণ চলবে কলকাতা মেট্রো। এমনিতে নর্থ-সাউথ করিডরে রবিবার যে সময় থেকে মেট্রো পরিষেবা, তার আগে থেকেই ২৫ ডিসেম্বর মেট্রো ছুটবে। রাতেও বেশিক্ষণ চলবে মেট্রো। সেইসঙ্গে ক্রিসমাসের জন্য মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে।

দেখে নিন প্রথম মেট্রো ছাড়ার সময়

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫০ মিনিট। 
  • দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫০ মিনিট।
  • দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫৫ মিনিট।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৮ টা।
  • দেখে নিন শেষ  মেট্রো ছাড়ার সময়

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৩৮ মিনিট।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৪০ মিনিট ।
  • দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট।
  • কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট।