New Update
/anm-bengali/media/post_banners/kSH54qvuLOX6llf8Rm9S.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে ফ্রান্স। তবে সোনার বুট গিয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের হাতে। ২০২২ বিশ্বকাপে তিনিই সর্বাধিক গোলের অধিকারী। কিলিয়াম এমবাপ্পেকে নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাসের শেষ নে। তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কেও আগ্রহ রয়েছে ফ্যানেদের। সকলেই জানতে আগ্রহী কাকে ডেট করছেন তিনি? জানা গিয়েছে, ফরাসি এই তারকা ফুটবলার একজন ট্রান্স মহিলাকে ডেট করেন। তার বান্ধবীর নাম ইনেস কাউ। সম্প্রতি সমুদ্র সৈকতে ইনেস রাউকে কোলে তুলে নিতে দেখা গিয়েছে এমবাপ্পেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us