১১ আগস্ট শহীদ দিবস উপলক্ষে সুসজ্জিত শহীদ ক্ষুদিরামের গ্রাম

author-image
Harmeet
New Update
১১ আগস্ট শহীদ দিবস উপলক্ষে সুসজ্জিত শহীদ ক্ষুদিরামের গ্রাম

নিউজ ডেস্ক, কেশপুর: আগামী ১১ই আগস্ট অর্থাৎ আগামী বুধবার বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস। আর সেই উপলক্ষে সেজে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মহবোনী শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম ভিটে। বিগত এক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মডেল মহবোনী তৈরীর ঘোষণা করেছেন, জেলাশাসক রেশমি কমল এর তত্ত্বাবধানে ট্যুরিজম পার্ক হিসেবে গড়ে উঠেছে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান।