অলিভার কান-বুফোঁদের সঙ্গে 'গোল্ডেন' লিস্টে মার্টিনেজ

author-image
Harmeet
New Update
অলিভার কান-বুফোঁদের সঙ্গে 'গোল্ডেন' লিস্টে মার্টিনেজ

নিজস্ব সংবাদদাতাঃ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের জন্য লিওনেল মেসির অবদান যেমন অনস্বীকার্য, তেমনই বিশেষ করে বলতে হয় এমিলিয়ানো মার্টিনেজের কথা। গোটা বিশ্বকাপ জুড়েই একাধিকবার দলের পতন রোধ করেছিলেন তিনি।

 

যোগ্য গোলরক্ষক হিসেবে কাতারে জিতেছেন গোল্ডেন গ্লাভসের সম্মান। মার্টিনেজের আগে বিশ্বকাপে এই সম্মান জিতেছিলেন থিওবা কুর্তোয়া, ম্যানুয়েল ন্যুয়ের, ইকের ক্যাসিয়াস, বুফোঁ, অলিভার কান, ফাবিয়ান বারতেজ, এম হোম।