New Update
/anm-bengali/media/post_banners/lPq2k3vbv0MeiEXpdBP2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কোনও না কোনও বিষয়কে ঘিরে লাগাতার কয়েকদিন ধরেই উত্তাল হয়ে উঠছে সংসদের দুই কক্ষই। এরই মাঝে মঙ্গলবার দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় রাজ্যসভায় দাঁড়িয়ে সদস্যদের স্মরণ করিয়ে দেন যে, "১৩৫ কোটি মানুষ হাসছে, আমরা কেউ শিশু নই। সংসদে আবারও বিশৃঙ্খলা দেখা দিয়েছে।"
কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের করা সম্প্রতি বিজেপি এবং আরএসএসের স্বাধীনতা সংগ্রামে "অবদানের সম্পূর্ণ অভাব"দাবি ঘিরে সংসদ উত্তাল হয়ে ওঠে। সেইসময়ে সাংসদদের উদ্দেশ্যে এই কথা বললেন ধনখড়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us