নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে পদক জয়ী অ্যাথলিটদের সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে। সেই সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৫:১৫ নাগাদ নীরজ, লাভলিনা-সহ সকল অ্যাথলিটরা দিল্লী বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হবে নয়াদিল্লীর অশোকা হোটেলে। সেখানেই হবে সংবর্ধনা অনুষ্ঠান। টোকিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করা অ্যাথলিটদের জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানানো হবে, একথা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু নিজে।