গরুপাচার রুখল বিজেপির যুব মোর্চা

author-image
Harmeet
New Update
গরুপাচার রুখল বিজেপির যুব মোর্চা

দুর্গাপুর : দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার ঢোকার মুখে নিউ টাউনশিপ থানার অর্ন্তগত ডিভিসি মোড় সংলগ্ন একটি খাটালের সামনে থেকে গরু পাচার হয়ে যাচ্ছিলো বলে অভিযোগ বিজেপি যুব মোর্চার। ডিভিসি মোড় সংলগ্ন জাতীয় সড়কের ধার ধরে এই গরু বাংলা করিডর হয়ে, কখনো চলে যাচ্ছে বিহারে আবার কখনো বিহার থেকে চলে আসছে বাংলায় বলে অভিযোগ। আজ বিজেপি যুব মোর্চার কর্মীরা হাতে নাতে ধরে ফেললো এই গরু পাচার, সাথে সাথে ডাকা হয় পুলিশকে।  পুলিশ এসে আটক করে গরুর গাড়ি গুলিকে।প্রতি সপ্তাহে সপ্তাহে দু তিন ধরে এই গরু পাচার হতো, কৌশলে একটি খাটালে গরুগুলিকে খাওয়ানোর নাম করে রাতের অন্ধকারে এই গরুগুলি পাচার হয়ে যেত বিহারে নিয়ে যেত। দুটি গাড়িতে ত্রিপল ঢাকা দিয়ে এই গরুগুলি পাচার হতো। এই ঘটনার জেরে বিজেপি যুব মোর্চার কর্মীরা বিক্ষোভে সামিল হয়।