​নিজস্ব সংবাদদাতাঃ কাতারে ফাইনালে পরাজিত হওয়ার পর প্যারিসে পা রেখেছে বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। কাইলিয়ান এমবাপ্পে এবং তার সতীর্থরা দোহা থেকে চার্লস ডি গল বিমানবন্দরে অবতরণ করেন। বিশ্বকাপের রানার্সআপ ফরাসি দলের আগমনে মধ্য প্যারিসের ভক্তরা তাদের ঘিরে উল্লাস প্রদর্শন করেন। কাইলিয়ান এমবাপ্পে ও তার সতীর্থরা ভক্তদের উদ্দেশ্যেও ধন্যবাদ বার্তা দেন।