নিজস্ব সংবাদদাতাঃ বিহারের নতুন ডিজিপি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজেন্দ্র সিং ভাট্টি। সোমবার রাতে পাটনায় পৌঁছান রাজেন্দ্র সিং ভাট্টি। এবং পটনা বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান পুলিশ হেডকোয়ার্টার্সে। সেখানে তিনি সিনিয়র আইপিএস সঞ্জীব কুমার সিংঘলের কাছ থেকে ডিজিপির দায়িত্ব গ্রহণ করেন। রাজেন্দ্র সিং ভাট্টি ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার। উল্লেখ্য, সঞ্জীব কুমার সিংঘল আজ অবসর নিয়েছেন।