নিজস্ব সংবাদদাতাঃ ‘বিগ বস’ এবং ‘খতরো কে খিলাড়ি’ খ্যাত অভিনব শুক্লার বর্ডারলাইন ডিসলেক্সিয়া রয়েছে, রবিবার টুইট করে একথা জানিয়েছেন অভিনেতা নিজেই। সেই টুইটেই অভিনব লিখেছেন, তাঁর যে ডিসলেক্সিয়া রয়েছে সেটা মেনে নিতে প্রায় দু’দশক সময় লেগেছে তাঁর। কিন্তু এখন সেই সত্যিটা তিনি মেনে নিয়েছেন।