New Update
/anm-bengali/media/post_banners/KejdMh4j88TLvA51JoMM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ
হাঁসখালিতে ধর্ষণ করে খুনের মামলায় লিগাল এইড অথরিটির ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। নির্দেশের পরেও এখনও ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ। উল্টে মামলা পিছোতে সময় নেওয়ায় লিগাল এইড সার্ভিসের উপর বিরক্ত প্রধান বিচারপতি। 'লিগাল সার্ভিস অথরিটি আরও দায়িত্বশীল হবে বলে আশা করি, কিছু অস্পষ্ট শব্দ বলে ব্যাপারটা আড়ালের চেষ্টা করা হচ্ছে, আপনাদের জন্য কত মানুষ ভুগছেন। দায়সারা ভাবে কাজ হয় না। ', মন্তব্য প্রধান বিচারপতির
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us