New Update
/anm-bengali/media/post_banners/eJaeFyzXBMzkLbEM1ff2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গেরুয়া বিকিনির জন্য আসন্ন বলিউড চলচ্চিত্র 'পাঠন'-এর 'বেশরাম রং' গানটি নিয়ে বিতর্কের মধ্যে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল যারা এই গানের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তাদের সমালোচনা করেন। তিনি বজরঙ্গ দলের সদস্যদের "বজরঙ্গী গুন্ডা" বলে অভিহিত করেছেন। এর আগে বলিউড বা ভোজপুরি গানে অভিনয় করা বিজেপি সাংসদ/বিধায়কদের কটাক্ষ করে তিনি ভারতীয় জনতা পার্টিকে তাদের দলের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান। বাঘেল প্রশ্ন করেন, "যে সমস্ত সাংসদ/বিধায়করা আগে সিনেমা ও গানে নায়ক হিসেবে কাজ করতেন এবং গেরুয়া রঙের পোশাক পরা অভিনেত্রীর সঙ্গে নেচেছিলেন, তাঁদের কী হবে?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us