নিজস্ব সংবাদদাতা : ছুটির দিনে সরকারি অফিস খুলে বৈঠক করেছে তৃণমূল। সরকারি অফিসে দলীয় বৈঠক করেছে রাজ্যের শাসকদল। এই অভিযোগে জেলাশাসকের দ্বারস্থ হল বিজেপি। ঘটনাটি কেশপুরের। ই-মেইল মারফত জানানো হয়েছে অভিযোগ।তৃণমূলের পাল্টা দাবি, দলীয় বৈঠক নয়,পঞ্চায়েতে সমিতির সদস্যদের নিয়ে বৈঠক করা হয়েছে সরকারি অফিসে। প্রসঙ্গত, কেশপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ছবি ধরা পড়তেই জেলা পরিষদের তরফে বৈঠক করা হয় বলে অনুমান রাজনৈতিক মহলের।