New Update
/anm-bengali/media/post_banners/oa59rowZ1ADSTNjWimSa.jpg)
নিজস্ব সংবাদদাতা : বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের স্টাইলে হুমকি দিলেন রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। পুলিসকে তুলে আছাড় মারার নিদান দিলেন তিনি। যা নিয়ে চড়ছে পারদ। এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য, 'শাসকের মনের মতো কাজ না করায় এসব বলেছে।'
বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'মুখ্যমন্ত্রীর উচিত ব্যবস্থা নেওয়া।' অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, 'এধরণের কথা না বলাই বাঞ্চনীয়।' আর বেচারাম মান্না স্বয়ং দাবি করেছেন যে তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us