গর্ভপাতের পরে ফের কি করে গর্ভধারণ করবেন?

author-image
Harmeet
New Update
গর্ভপাতের পরে ফের কি করে গর্ভধারণ করবেন?

​নিজস্ব সংবাদদাতাঃ গর্ভপাত করা সাধারণত আপনার আবার গর্ভবতী হওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে না।
গবেষকরা নিশ্চিত নন যে গর্ভপাত করা ভবিষ্যতে গর্ভধারণে জটিলতার ঝুঁকি বাড়ায় কিনা। কিছু গবেষণা পরামর্শ দিয়েছে যে গর্ভপাত পরবর্তী গর্ভাবস্থায় প্রিটার্ম ডেলিভারির ঝুঁকি বাড়িয়ে ফেলতে পারে। অন্যান্য গবেষণায় অকালে সন্তান প্রসবের কোনও বড় ঝুঁকি পাওয়া যায়নি।