আর কোনো শব্দ নেই: রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ

author-image
Harmeet
New Update
আর কোনো শব্দ নেই: রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ


নিজস্ব সংবাদদাতা: ফুটবল বিশ্বকাপ ফাইনালে অসাধারণ জয় পেয়েছে মেসির আর্জেন্টিনা। প্রথমে ম্যাচের ফলাফল ৩-৩ থাকলেও পরে ট্রাইবেকার রাউন্ডে ৪-২ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। 

Argentina vs France Highlights: Messi's Argentina beat France 4-2 on  penalties to win third World Cup title | Football News - Times of India

এই জয়ের বিষয়ে এবার ট্যুইটারে বিশেষ ট্যুইট করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ। তিনি ট্যুইটে বলেন, "সর্বদা একসাথে, আমরা বিশ্বচ্যাম্পিয়ন আর কোন শব্দ নেই। ধন্যবাদ আর্জেন্টিনা"।

Argentina vs France FIFA World Cup highlights: Messi gets his hands on the  coveted trophy, ARG are world champions | Hindustan Times