মেসির দিনে নায়ক মার্টিনেজ

author-image
Harmeet
New Update
মেসির দিনে নায়ক মার্টিনেজ

নিজস্ব সংবাদদাতাঃ ক্যারিয়ারে আকাশচুম্বী সাফল্য রয়েছে। বহু ট্রফি, শিরোপা, পুরস্কার, সম্মানে ক্যাবিনেট ভর্তি। তবু বড় আফসোস ছিল লিওনেল মেসির! বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপটা বড় বেশি ছিল আর্জেন্তাইন সুপার স্টারের। আর সেই আক্ষেপই পূরণ হয়ে গেল রবিবার। ১৮ ডিসেম্বর রাতে। বিশ্বকাপ উঠল মেসির হাতে। দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে এটি নিঃসন্দেহে সেরা ফাইনাল। কী দুরন্ত ম্যাচ। পরতে পরতে ছিল উত্তেজনা। রুদ্ধশ্বাস ম্যাচ বললেও কম বলা হবে! একেবারে শিহরণ জাগানো ফাইনাল। অতিরিক্ত সময়ে খেলার ফল অমীমাংসিত থাকলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। ফাইনালেও নায়ক হয়ে উঠলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মেসির মঞ্চে হিরো সেই মার্টিনেজই। ফ্রান্সের একটি পেনাল্টি বাঁচান এমিলিয়ানো। আর একটি পেনাল্টি মিস করেন শৌমেনি। টাইব্রেকারে বাজিমাত আর্জেন্টিনার। এই নিয়ে তিন বার শিরোপা জিতল আর্জেন্টিনা।