গান ‘চুরি’ করলেন অজয়?

author-image
Harmeet
New Update
গান ‘চুরি’ করলেন অজয়?

নিজস্ব সংবাদদাতাঃ অজয় দেবগণের আসন্ন ছবি ‘ভুজঃ দ্য প্রাইড অফ ইন্ডিয়ার’ গান ‘দেশ মেরে’র সুর টলিউড অভিনেতা জিতের ‘শেষ থেকে শুরু’ সিনেমার ‘আল্লাহ আমার’ গানের সুরের সঙ্গে মিলে গিয়েছে। তারপর থেকেই অজয়ের বিরুদ্ধে গান চুরির অভিযোগ উঠতে থাকে নেট মাধ্যমে। কিন্তু আসল সত্যিটা হল, ‘শেষ থেকে শুরু’ এবং ‘ভুজঃ দ্য প্রাইড অফ ইন্ডিয়া’- দুই ছবিরই সঙ্গীত পরিচালনা করেছেন অর্কপ্রভ মুখোপাধ্যায়। তাই অজয়ের ছবিতে মোটেই জিতের ছবির গানের সুর চুরি করে নেওয়া হয়নি। নিজের বানানো সুরই আরও একবার ব্যবহার করেছেন অর্কপ্রভ।