প্রথম কোয়ার্টারে বলের দখল আর্জেন্টিনার কাছে

author-image
Harmeet
New Update
প্রথম কোয়ার্টারে বলের দখল আর্জেন্টিনার কাছে

নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপ ফাইনালের প্রথম কোয়ার্টার অতিক্রান্ত। পরিসংখ্যান অনুযায়ী প্রথম কোয়ার্টারে বলের সিংহভাগ দখল নিজেদের কাছে রেখেছে আর্জেন্টিনা। ৪-৪-২ ছকে দল সাজিয়েছেন লিওনেল স্কালোনি। অন্য দিকে অলিভিয়া জিরুকে লোন স্ট্রাইকার হিসেবে রেখে ৪-২-৩ ফর্মেশনে দল সাজিয়েছেন দিদিয়ের দেশঁ।