ফাইনাল দেখতে মাঠে হাজির পোগবা-জলাটন

author-image
Harmeet
New Update
ফাইনাল দেখতে মাঠে হাজির পোগবা-জলাটন
নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপ ফাইনাল দেখে কাতারের একের পর এক তারকা সমাগম। জুভেন্তাসের অনিচ্ছার পরে গ্যালারীতে উপস্থিত হয়েছেন ফরাসি তারকা পল পোগবা। তাঁর সঙ্গে স্টেডিয়ামে রয়েছেন সুইডিশ তারকা জলাটন ইব্রাহিমোভিচ। এই দুই তারকার ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। ম্যাচ শুরুর আগে জাঁকজমকের সঙ্গে চলেছে অনুষ্ঠান।