তালিবানদের দখলে আফগানিস্তান

author-image
Harmeet
New Update
তালিবানদের দখলে আফগানিস্তান

​নিজস্ব সংবাদদাতাঃ তালেবানরা আফগানিস্তানে তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে, আরো এলাকা দখল করছে - এবার দেশের উত্তরাঞ্চলে - কুন্দুজ শহর সহ। তালেবান বাহিনী বেশিরভাগ প্রাদেশিক রাজধানী শহর সার-ই-পুল অতিক্রম করে, যা দেশটির উত্তরেও রয়েছে, যা বিদ্রোহী দলের অভূতপূর্ব অগ্রগতির মধ্যে সরকারের জন্য আরেকটি ক্ষতি চিহ্নিত করে। এদিকে তালেবানরা বলেছে যে কুন্দুজ শহরের সব অংশ ইহার নিয়ন্ত্রণে রয়েছে। তারা আরো জানায়, তারা সাঁজোয়া যানবাহন, অস্ত্র শস্ত্র ও সামরিক সরঞ্জামও জব্দ করেছে।