নিজস্ব সংবাদদাতা: যৌনতা জীবনের অঙ্গ। সুস্থতা আর সজীবতার লক্ষণ। আর সেই জীবনধর্মকে সমাজবদ্ধ করতেই মানুষ তাঁর সভ্যতা চর্যায় এনেছে বিবাহ নামক এক আচরণকে।
যে আচরণে দু’টি মানুষ একত্রবাসের দিনগুলি উদযাপন করে সামাজিক সৌন্দর্য, পারিবারিক গ্রহণযোগ্যতাকে সঙ্গী করে। তা বলে বিবাহ মানে শুধু যৌনতার সমাজ স্বীকৃতি নয়।