New Update
/anm-bengali/media/post_banners/vL5oKpw3hAstStWer3QH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফুটবল বিশ্বকাপের সাক্ষী থাকতে সস্ত্রীক কাতারে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আদপে ব্রাজিল সমর্থক হলেও লিওনেল মেসির পায়ের জাদুতে তিনিও আকৃষ্ট। সৌরভ চাইছেন মেসির হাতেই উঠুক এবারের বিশ্বকাপ।
সৌরভের কথায়, "মেসি বড় মাপের ফুটবলার। এতদিন ধরে খেলছে। ও নিজেই একটা ইতিহাস। আমার মনে হয়, বিশ্বকাপের ট্রফিটা ওর পাওয়া উচিত।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us