দেখা নেই ভারী বৃষ্টির, দুশ্চিন্তায় প্রহর গুনছেন চাষিরা

author-image
Harmeet
New Update
দেখা নেই ভারী বৃষ্টির, দুশ্চিন্তায় প্রহর গুনছেন চাষিরা

সুদীপ ব্যানার্জী, কোচবিহার: বর্ষার মরশুমে  দেখা নেই ভারী বৃষ্টির। চাষের জমিতে ফাটল দেখা দিয়েছে। দুশ্চিন্তায় প্রহর গুনছেন কোচবিহারের চাষিরা। এখনও বীজতলায় পড়ে রয়েছে আমন ধানের চারা।  পরিমাণ মতো জল না পাওয়ার জন্য আমন চাষে চরম সমস্যায় পরেছেন চাষিরা। প্রতি বছর বর্ষার মরশুমে  বৃষ্টির জলকে কাজে লাগিয়েই চাষ করে থাকেন চাষীরা। তবে চলতি বছরে ভূগর্ভস্থ জলের ওপরেই ভরসা করতে হচ্ছে চাষিদের। 

যে সমস্ত এলাকায় জল সেচের সুযোগ নেই কিংবা নদী বা পুকুর নেই, সেই সমস্ত এলাকার চাষিরা চরম সমস্যায় পড়েছেন। কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বিস্তীর্ণ জায়গা জুড়ে আমন ধানের চাষ হয়। অধিকাংশ মানুষই কৃষিকাজের ওপর নির্ভরশীল। যে সমস্ত উচু এলাকা আছে সেই এলাকায় বৃষ্টির জলকে সংরক্ষন করে তার ওপর ভরসা করেই আমন চাষ করে থাকেন চাষিরা। তবে, এবার বৃষ্টির পরিমাণ এতটাই কম যে বীজতলা শুকিয়ে তাতে ফাটল ধরে গিয়েছে।