​নিজস্ব সংবাদদাতাঃ আজ কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা আর ফ্রান্স। আর এই বিশ্বকাপের জ্বরে কাবু ফুটবলপ্রেমী শহর কলকাতা। রবিবার আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে ফিফা বিশ্বকাপের ফাইনালের জন্য কলকাতার বেশিরভাগ স্পোর্টস বার এবং লাউঞ্জ বুক করা হয়ে গিয়েছে। শহরের স্পোর্টস পাবগুলি সেই অনুযায়ী তাদের ভেন্যু সাজিয়েছে।