হতাশ নেইমারের মন ভালো করলেন 'বিশ্বের সেরা সুন্দরী ফুটবলার'?

author-image
Harmeet
New Update
হতাশ নেইমারের মন ভালো করলেন 'বিশ্বের সেরা সুন্দরী ফুটবলার'?

নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ভেঙে পড়েছিলেন নেইমার। নিজের হতাশার কথা সামাজিক মাধ্যমে লুকিয়ে রাখেননি তিনি। সেই নেইমার এক সুন্দরীর ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। যার ছবিতে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি 'বিশ্বের সেরা সুন্দরী ফুটবলার' অ্যানা মারিয়া মারকোভিচ। অ্যানা ক্রোয়েশিয়ান ফুটবলার, খেলেন সুইজারল্যান্ডের গ্রাসহুপার ক্লাব জুরিখে। খেলার থেকেও নিজের রূপের জন্য নেটিজেনদের মধ্যে বেশি চর্চায় থাকেন তিনি।