মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে চেয়ে পুজোর আয়োজন

author-image
Harmeet
New Update
মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে চেয়ে পুজোর আয়োজন

দিগ্বিজয় মাহালী, পশ্চম মেদিনীপুর : মেসি না এমবাপে, কার হাতে বিশ্বকাপের ট্রফি থাকবে, গোটা বিশ্বজুড়ে শুরু হয়েছে এই আলোচনা। মেসির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেওয়ার লক্ষ্যে ঘাটালে বিশেষ পুজো পাঠের আয়োজন মেসি ভক্তদের। আর্জেন্টিনা বনাম ফ্রান্স, ভারতীয় সময় সন্ধ্যা ৮.৩০ টায় ফাইনাল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা তুঙ্গে। জীবনের শেষ ম্যাচ খেলতে চলেছেন ফুটবল তারকা মেসি, তাই মেসিকেই বেশি গুরুত্ব দিতে চাইছেন সমর্থকেরা। আর্জেন্টিনার জয় নিশ্চিত করে মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চাইছেন মেসি ভক্তরা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ফাইনাল বিশ্বকাপ ফুটবল নিয়ে সাজো সাজো রব। বিভিন্ন জায়গাতেই জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে বিশ্বকাপ দেখার জন্য। ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম মাঠে মেসি ভক্তরা একটি বিশেষ পুজো পাঠের আয়োজন করেছেন, সমর্থকদের দাবি, মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে চান তারা। তাই এই বিশেষ পুজো পাঠের আয়োজন। ঘাটালের নামকরা কয়েকটি ক্লাবের মধ্যে ঘাটাল অগ্রণী ক্লাব একটি। ঘাটাল অগ্রণী ক্লাবের সদস্যরা মেসির ছবি দিয়ে এবং আর্জেন্টিনার জার্সি পড়ে এই বিশেষ পুজোপাঠের আয়োজন করেছেন ফাইনাল ম্যাচে মেসির ভালো পারফরমেন্স দেখার জন্য। এখন সময়ের অপেক্ষা, দেখার, ভক্তের ডাকে ভগবান সাড়া দেন কিনা।