বিহারের নয়া ডিজিপি নিয়োগ

author-image
Harmeet
New Update
বিহারের নয়া ডিজিপি নিয়োগ


নিজস্ব সংবাদদাতা: বিহারে নিয়োগ করা হল নয়া ডিজিপি। বিহারের নয়া ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছেন আইপিএস অফিসার রাজবিন্দর সিং ভাট্টি। 


তিনি ইতিপূর্বে বর্ডার সিকিউরিটি ফোর্সের ইস্টার্ন কমান্ডের এডিজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খুব শীঘ্রই তিনি বিহারের ডিজিপি হিসাবে কাজে যোগ দেবেন।